তুমিই পারো
তুমিই পারো




তুমি চাইলেই আবার বিপ্লব হবে,
তোমার জন্যেই যুদ্ধ সাজ সবার অঙ্গে,
তোমার নিঃশ্বাসে বয়ে বহ্নি-শিখার তাপ,
তোমার এক ডাকে সবার হাতে হাত।
তুমিই যোদ্ধা, তুমিই রাজা, তুমিই সবার আবেগ,
তোমার হুংকার, তোমার ঝংকার,
পরিবর্তন ঘটাতে পারে।
তুমি চাইলেই আবার বিপ্লব হবে,
তোমার জন্যেই যুদ্ধ সাজ সবার অঙ্গে,
তোমার নিঃশ্বাসে বয়ে বহ্নি-শিখার তাপ,
তোমার এক ডাকে সবার হাতে হাত।
তুমিই যোদ্ধা, তুমিই রাজা, তুমিই সবার আবেগ,
তোমার হুংকার, তোমার ঝংকার,
পরিবর্তন ঘটাতে পারে।