Saikat Poddar
Abstract Inspirational
তুমি চাইলেই আবার বিপ্লব হবে,
তোমার জন্যেই যুদ্ধ সাজ সবার অঙ্গে,
তোমার নিঃশ্বাসে বয়ে বহ্নি-শিখার তাপ,
তোমার এক ডাকে সবার হাতে হাত।
তুমিই যোদ্ধা, তুমিই রাজা, তুমিই সবার আবেগ,
তোমার হুংকার, তোমার ঝংকার,
পরিবর্তন ঘটাতে পারে।
তুমিই পারো
প্রতিদিন হোক ...
অপবাদ অপবাদ
শরতের শোভা শরতের শোভা
শূন্য শূন্য
পিছুটান পিছুটান
আশা আশা
অনুল্লেখিত অনুল্লেখিত
জীবন জীবন
যুদ্ধের অক্ষর যুদ্ধের অক্ষর
ভাড়া ঘর ভাড়া ঘর
আমার আমি...... আমার আমি......
দুই বিন্দু অশ্রুজল দুই বিন্দু অশ্রুজল
আমার দুনিয়া আমার দুনিয়া
ঘরে ফেরার গান ঘরে ফেরার গান
কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে। কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে।
৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি । ৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি ।
আমি সৌন্দর্য প্রিয় রোম্যান্টিক কবি হতে চাইনা... আমি সৌন্দর্য প্রিয় রোম্যান্টিক কবি হতে চাইনা...
তোমায় হিংসে করি। তোমায় হিংসে করি।
আলপথে চাকার দাগে সন্ধ্যা নামে আলপথে চাকার দাগে সন্ধ্যা নামে
আর বাতাস,সেতো আজও আগের মতই আছে আর বাতাস,সেতো আজও আগের মতই আছে
হে প্রতিবিম্ব...তুমি হও আরো বড় হে প্রতিবিম্ব...তুমি হও আরো বড়