STORYMIRROR

Sipra Debnath

Abstract Classics Others

2  

Sipra Debnath

Abstract Classics Others

প্রতিবার

প্রতিবার

1 min
118


মৃত্যু তুমি কত রূপে আসো বারবার প্রতিবার

নেই নেই রক্ষে পাবার কোন প্রতিকার!

কখনো তুমি শান্ত কখনো করাল ভয়াল রূপ

হে চিরসত্য,,হে মহা প্রলয়,

তুমি জীবের প্রাণ নিয়ে খেলো

এ কাজ তোমাকেই মানায় ভালো।

তবে এত লন্ডভন্ড কেন করো? 

চুপ করে চুরি করে নিয়ে হাতেতে প্রাণ গুলো 

তুমি কেন জীবনের পদে পদে চলো?

কেন কেন এত আতঙ্ক দাও কেন দেখাও এত ভয় 

কেন রাখো অত আশঙ্কায়?

তুমি কি ক্লান্ত হও না একই কাজ করে যেতে অবিরত 

ইচ্ছে করলে পারোনা হতে ক্ষান্ত, শান্ত?

নাহ্ তুমি ভারসাম্য রক্ষার দায়িত্বে রয়েছেতো!

তুমি তো ধর্মরাজ!

বুঝি,,, মানায় না তোমার থেমে যাওয়া।

আচ্ছা বল দেখি অকালে  

কিছু যে সবুজ প্রাণ নাও তুলে

তখন কি তুমি ধর্ম যাও ভুলে?

জাগেনা তাদের প্রতি তোমার 

কোনরূপ মমতা?

ঈশ্বর দেয় নি বুঝি তোমায় সেই ক্ষমতা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract