প্রিয়জন
প্রিয়জন
প্রিয়জনের দিকে তাকালে,
হৃদয় ধড়কে আনন্দে,
তাদের ভালোবাসা জাগে,
জীবন ভরে সুখের সন্ধানে।
তাদের হাসি, তাদের কথা,
জীবনের রং আর গান,
সব কিছু মিশে আসে,
প্রিয়জনের সঙ্গে আস্বাদন।
কভ থেকে হঠাৎ তাদের মুখ,
তাদের চোখের নজর,
জীবনে যেমন আলো আসে,
এমন আলো তাদের আলোয় বসে যতদিন।
প্রিয়জন, তুমি আমার জীবনের এক অমূর্ত রত্ন,
জীবন হলে সততা,
তুমি সত্যি আমার অধীন জীবন।

