প্রিয় দিদি
প্রিয় দিদি


উদাসের মন
দেখতে চায়েনা
চাই তোর
ভালোবাসা ।|১|
মনের গলিতে
বার বার চাই
তোর হাসি মুখে বাসা ।|২|
তোর হাতে বোনা
মিষ্টিগুলো সব
এক প্রাণে
খেয়ে যাই। |৩|
গামা পূর্ণি তে
চাই এ মন
বার বার তোকে পায় ।|৪|
আমার হাতে তোর
স্নেহের রজু
কখন যাবে না
দূরে ।|৫|
তোর ভালোবাসা
রাখব আমি
আমার এই
বুকে ।|৬|
কখনও তুমি
আমার মা
কখনও দিদিমনি ।|৭|
তুই যে ভালো
থাক রে দিদি
তাই তো আমার
বিনী। |৮|