STORYMIRROR

Prof. Dr. Pranab kumar Bhattacharya

Abstract Classics Inspirational

3  

Prof. Dr. Pranab kumar Bhattacharya

Abstract Classics Inspirational

প্রেম মানায় না প্রিয়তমা।

প্রেম মানায় না প্রিয়তমা।

2 mins
167

প্রেম মানায় না প্রিয়তমা।

লেখক-:প্রফেসর ডাক্তার প্রনব কুমার ভট্টাচার্য। এম. ডি (কোলকাতা বিশ্ববিদ্যালয়,): এফ আই সি পি (প্যাথলজি) 

পূর্বতন  অধ্যক্ষ, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ,পালপাড়া মোড় , কৃষ্ণনগর,  নদীয়া জেলা , পশ্চিম বঙ্গ ।

পূর্বতন অধ্যক্ষ জে. এম. এন মেডিক্যাল কলেজে চকদহ। নদীয়া জেলা। পশ্চিম বঙ্গ 

পূর্বতন প্রফেসর এবং প্রধান প্যাথলজি বিভাগ পশ্চিম বঙ্গ সরকারের মেডিক্যাল এডুকেশন সার্ভিস ক্যাডারের 

কবিতার রচনা তারিখ-: ০৯.২০২৪  রাত ১০ টা ৩৬

এডিট করা -: ২৮.০৯.২০২৪ দুপুর ১৩.৫২

কপিরাইট-:  প্রফেসর ডাঃ প্রণব কুমার ভট্টাচার্যের 

রেসিডেন্স এর  ঠিকানা

মহামায়া এপার্টমেন্ট। মহামায়াতলা ১৫৪ নেতাজি সুভাষচন্দ্র বসু রোড,পোস্ট অফিস -গড়িয়া কোলকাতা ৮৪, 

E mail profpkb@yahoo.co.in 



             প্রেম মানায় না প্রিয়তমা।



মানুষের ঠোট থেকে বেরোনো শব্দরা-মিথ্যে আর অগভীর ছায়া ছাড়া আর কী!

চারপাশে জাগছে জীবন ।পৃথিবীটা গেছে ভরে

আগাছায়..

তোমার ভিতমৃত ক্লান্ত এই আমি বইয়ে দেব

আমার ভিতরের সবটুকু শক্তি।

যদিও মহাবিশ্বের ঈর্ষণীয় এক ঈশ্বর বহু আগে থেকেই

গভীর দৃষ্টিতে পরখ করে চলেছেন মানুষের মধ্যেকার অভ্যন্তরীণ আগুন

এবং 

চিরদিনই পৃথিবীর দরিদ্র, গরীব ,গুড়বো মানব সকল নিষ্পেষিত হয়

অজানা কোন সুদূরের এক ঈশ্বরের বুকের জ্যোর্তিময় সাংঘর্ষিক শব্দে  সর্বদা আহত;

ওদের জন্য নাকি বৈকুণ্ঠের দ্বার উন্মুক্ত 

যেহেতু, আত্মার মধুর আলোকের প্রতি বন্য গতিতে নির্গত হয় আবেগ;

 এসবই হতে পারে তোমার মুক্ত পৃথিবী

যা তোমাকে  বারে বারে সিংহাসনচ্যুত করবে তোমার বিলাস ভবন থেকে, 

তোমাকেও টেনে নামাবে মাটির ধূলায়

নাচগান সব করে দেবে ভণ্ডুল  তোমার রাজার পরিচয়...

জীবন বিকাশমান হলেও- জীবনএর যোনি কর্ষিত কর! তৈরি কর  আগামী বিপ্লবের সৈনিক।

লক্ষ কোটি চে গুয়েভারা।

রাস্তার ওপারে আমার হয়তো এক অচেনা 

বা অল্প মাসের চেনা প্রেমিকা দাড়িয়ে দেখে আমাকে

দূর থেকেই সে আমাকে দেখে, আঁখিতে তার মুক্তো।

পেটের ক্ষিধে এর সাথে মিশে থাকে তার যোনিরও ক্ষিদে

নতুন নতুন বিপ্লবের সৈনিক এর জন্ম দেবে নাকি সে?

হে অচেনা ঈশ্বর, আর আমি যে সইতে পারছি না।

একজন বেমানান পাগল মানুষ আমি, 

অর্ধ শতাব্দীর পুরোনো একটি  রিফুজির বাড়ি …

 অচেনা সেই নারীর বমির শব্দ প্রতি বছর বিপ্লবের স্বার্থে

জন্ম দেবো হাজার কোটি বিপ্লবের সৈনিক

কত গুলি আছে রাষ্ট্রের বন্দুকের নলে?


যেহেতু প্রেরণার রয়েছে ডানা

অন্ধজনকে আমি শক্ত করে টেনে নামাবই নিচে।

কী হবে প্রেম দিয়ে আমার? 

সমস্ত পৃথিবী থেকে কমিউনিজম যখন বিলুপ্ত হতে চলে

রাজা নির্বাচিত হয় এখন ধর্মের আর টাকার খেলায়

আমার জন্য  প্রেম মানায় না প্রিয়তমা।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract