STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Others

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Others

প্রেম বন্দীনি

প্রেম বন্দীনি

1 min
172


আজও তোমায় রেখেছি বন্দী করে

আমার মনের মাঝে,

মনের মধ‍্যে চলে তোমার যাওয়া

আসা সকাল থেকে সাঁঝে।

তোমার পছন্দের সব জিনিস

আজও যত্নে আছে রাখা,

শুধু তুমি নেই!

তাই হৃদয় ভীষন রকম ফাঁকা।

আজও তুলি সেতারে নতুন নতুন সুর,

কিন্তু সেই সুর বড়ই বেদনাবিধুর।

আজও বর্ষা আসে শীত যায়,

আজও বসন্ত নিজের রঙে

প্রকৃতির বুকে রঙ ছড়ায়।

আজও কোকিলের কুহু সুরে

মুখরিত হয় আকাশ বাতাস,

আজও নীভৃতে একাকি কাটে

আমার বারোমাস।

আমার হৃদয়ে জমে আছে

অভিমান একরাশ,

কোনদিনও বুঝি হবেনা তার বহিঃপ্রকাশ!

কুঁড়ে কুঁড়ে খাবে আমার অন্তর,

তবুও আমি রইব নিরুত্তর।

প্রতিবাদ করতে আমি গেছি ভুলে,

সামিল হয়েছি বিরহ যন্ত্রণার মিছিলে।

যত আছে কলঙ্ক মাখব নিজের গায়,

আমি তোমার বিরহে বিলীন হতে চাই।

পড়ন্ত সূর্য আজও আকাশের গায়ে

লেখে নতুন প্রেমের কাহিনি,

শুধু আমি হতে পারিনি মুক্ত!

রয়ে গেছি আজও তোমার

প্রেমে বন্দীনি।






Rate this content
Log in

Similar bengali poem from Romance