#ফিরে দেখার দিন
#ফিরে দেখার দিন


আজ ভাষা দিবস…..আজ আরও একবার ভাষা দিবস।
ভেবে দেখার সময় হলো :-
কেন বাংলা ছেড়ে বিদেশি ভাষায় আমরা হয়েছি বশ।
বাংলা ভাষাকে ফিরে দেখার দিন… হ্যাঁ ফিরে দেখার দিন…..
বাংলা ভাষার নদীটি আজ শীর্ন স্রোতা.. হয়েছে ক্ষীণ..
আব্দুল ,জব্বার, রফিক,বরকত এর রক্ত বেয়ে
একদিন
যে বাংলাভাষা নদী ভাসিয়ে ছিল দেশ মহাদেশ…
যে ভাষায় পল্লী পথ বেয়ে বাউল উঠতো গেয়ে,
যে ভাষায় মায়ের ঘুম পাড়ানিয়া ছড়া বাতাসে যেতো ছেয়ে
আজ তা শীর্ন প্রায়…..মৃত প্রায়….অস্তিত্ব তার প্রায় শেষ…
তবুও আমরা গড্ডালিকা প্রবাহ,
ছাড়তে পারিনি বিদেশি ভাষার মোহ….
তাই নিচ্ছি মেনে নিজেদের অবক্ষয়…।
আজ
সেই নদীর মিষ্টি স্রোতে গা ভাসানো নোনতা স্বাদ।
ইংরেজি হিন্দির মিশেল সাগরে ভাঙছে ক্রমশ
বাংলা ভাষার নদী খাত..।
জেগেছে চড়া, লজ্জায় ভরা
আধুনিক বাঙালি মুখে….
তাই বাংলা ভাষা গুমড়ে মরে
বইয়ের ভাঁজে চরম দুখে…।
আজ…বাংলা ভাষাকে জাগিয়ে তোলার দিন।
ফিরিয়ে দেওয়ার সময় হলো শহীদদের ওই ঋণ।
হারানো সেই মেঠো সুর..
নতুন করে বাজাই যদি….
ফিরবে আবার মৃত নদী….তোমার আমার ভাষার মাঝে।
কবির লেখায়, শিশুর পড়ায়, মুখের ভাষায়
বাংলা ভাষা নতুন ঢেউয়ে উঠবে জেগে
ভাটিয়ালি ,বাউল সুরে ..প্রদীপ হয়ে আঁধার সাঁঝে।