পেঁচার দিন
পেঁচার দিন


জোছনায় ঘেরা দিন ,
কাটছে না আর ঘোর I
দিনের আকাশে তারা ,
খাটছে না আর জোর I
আমি রাতের কর্মচারী ,
তবু দিনের কাজ করি I
কাজ সময়মতো সারি ,
মিলিয়ে বিদেশী ঘড়ি I
বিদেশ বিভুঁয়ে যাত্রা ,
বসে বদ্ধ ঘরের কোণে I
সেই শীতল তাপমাত্রা ,
কিছুটা বই কি মনে মনে I
কখনো ভীষণ ঝড় আসে ,
কখনো বা হয বরফপাত I
অমাবস্যার চাঁদ যেন হাসে ,
কেটে যায সূর্যালোকে রাত I