পারিশ্রমিক
পারিশ্রমিক


অবিশ্রান্ত বারিধারায় ঝাপসা জগৎ,
আষাঢ়ের ঘনমেঘে কৃষ্ণগহ্বর!
এক রাশ অভিব্যক্তি বাক্সবন্দী,
খোলা হাওয়ায় শুদ্ধ হয়নি!
জীবনের চালচিত্র শিলালিপিতে,
বিকশিত না হওয়ার অব্যক্ত বেদন,
হলুদ ছোপের চিহ্ন তৃণমূলের অস্তিত্বে,
ঝড় ঝাপটায় সরে গেছে সবাই!
এখন ল্যাম্পপোষ্টের ধারে পারিশ্রমিক!