ওঁম শান্তি
ওঁম শান্তি
একটা জ্বলন্ত অগ্নিকুন্ড
দাউদাউ করে পুড়ে যাচ্ছে মায়া
সামান্য ছ্যাঁকা লাগলে জ্বলুনিতে বিষিয়ে যায় সাধের শরীর
অথচ , এখানে পোড়ার নামে চলছে 'পবিত্র-সম্মেলন '
মোহ-মায়া পুড়ছে , পুড়ছে কাম-ক্রোধ
পুড়ছে সযত্নে লালন করা শৈল্পিক দেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ
চিৎকার নেই , কান্নারা হাসছে এ পুণ্যস্থানে
আগুন ঘিরে বৃত্তাকারে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখেমুখে পরিতৃপ্তির আনন্দ স্পষ্ট হয়ে উঠছে ক্রমাগত ।
এই জোরালো আহুতিকে অবলীলায় ভস্ম করার একচ্ছত্র ক্ষমতা নিয়ে নিঃশব্দে বয়ে চলেছে গঙ্গা
নদীর এপাড়ে বন্ধক রাখা আত্মা জীবনের সব পাপ ধুয়ে পাড়ি দিচ্ছে পরজন্মের দিকে
দ্বিতীয় পৃথিবীতে নতুন জন্মতিথি সাজছে দশমাসের মাতৃজঠরে ।
বাস্তব শুদ্ধাচার
মূল্যবান চল্লিশ মিনিট
অপেক্ষায় চুল্লির লাইনে দাঁড়িয়ে এখনো শয়ে শয়ে ডেডবডি ।
