ওহে নারী
ওহে নারী
শুধু বিধাতার সৃষ্টি নহ তুমি নারী!
পুরুষ গড়েছে তােরে সৌন্দর্য সঞ্চারি,
প্রভাতের আলােক ধারার মতাে,
তুমি উজ্জ্বল সহস্রবার,
করুনার আঁচল তােমার,অনিন্দ সম্ভার।
তুমি ক্লান্তিহীনা, তুমি চির অবিচল,
তােমার লালিত্বে,অটল স্নেহসুকমল।
তুমি পুরুষের অন্ত জয়ের শিখা,
তুমি স্রোতস্বিনী,মুর্তিমতি উষা।
পুরুষের সােহাগে, তুমি অনন্ত সুন্দরী,
শত অমানিশার কোলেও তুমি আনন্দময়ী।
পুষ্পবনের ন্যায় তােমার হৃদয়ও উচ্ছাস,
অন্তরে তােমার,প্রবাহিছে অসীম কলভাষ।
তুমি শত দুঃখের সাগরেও, অবিচল ঝলমল,
চেতনার আলােকছায়ায়,তুমি নও টলমল।
