নজরুলের প্রতি
নজরুলের প্রতি


একটা কবিতা লিখবে,
তুমি তো মহান কবি
বিদ্রোহী তোমার কাব্যসত্তা।
কেন এমন প্রার্থনা,একটু বলি-
কারণ আমরা সুখে নেই
অস্তিত্বের সংকটে দাঁড়িয়ে।
অথচ কি আশ্চর্য ব্যাপার কবি,
কেও নাকি কবিতা ভালোবাসেনা
কেও নাকি এখন আর কবিতা পড়েও না।
তবুও বলি তুমি একটা কবিতা লেখ
বিদ্রোহী কবিতা কিন্তু,
তার প্রতি ছত্রে রেখ অগ্নিআখর।
কলম তোমার কৃপান সম,
তুমি তো মানবতাবাদী
নবীন যৌবনের কবি।
সমাজ বদলের কারিগরও যে তুমি।
আর যদি না লেখ-
তোমার কলমে লাগবে কলঙ্ক।
যতই অবজ্ঞা-অবহেলা আসুক
তবুও করো তুমি প্রতিবাদ
লিখো তুমি অগ্নিবীণা।
তোমার কলমেই আমাদের মুক্তি-
অথচ সবটাই এখন রূপকথা
কারণ তুমি যে নেই।