The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

বিকাশ দাস

Abstract

1  

বিকাশ দাস

Abstract

নিকুচি করেছে কবিতা – ২

নিকুচি করেছে কবিতা – ২

1 min
449



মাঝে মাঝে মনে হয় আমরা সবাই দিনদিন

স্বার্থপর হয়ে উঠছি,

কিছুর বদলে কিছু দিতে হবে, না হলে সর্বনাশ বেশি।

শরীর চায়

অবসাদ শ্রান্তি জুড়িয়ে নিতে মাথা

চট জলদি এক কাপ গরম গরম চা।


পুন্যি চায়

পরিশ্রমের ঘাম মুছতে নরম ন্যাতা।

কর্ম চায় দুবেলা ভাত সব্জির অল্প বিস্তর গন্ধ

ঈশ্বর চায়

মাথাধরার ওষুধ।

ক্লান্তি জড়ালে ফকির ভিখিরি ভিখ মাগা বন্ধ রাখে

প্রার্থনা মিনতির বদলে ওদের গলা থেকে নিঃসৃত হয়

বুকের পাঁজর ভেঙে দীনতার বাতাস।  


হে ঈশ্বর

কি চাইবো এ পৃথিবীর কাছ থেকে

যে দেয় ভুখাদের  পেট ভরে খেতে

ধনীদের ধনদৌলৎ, হত্যাকারিদের অস্ত্র

রুগীদের রোগ,  

দুর্বলদের নির্বলতা আর অন্যায়ীদের হাতে সত্তার ভার।


তৈরি করো নিঃস্বার্থতা  সহানুভূতি এখনও  আমি লিখছি কবিতা

শব্দের চিরতা রাত ভিজিয়ে ভাবনার জলে নিকুচি করেছে কবিতা!


Rate this content
Log in