নারীজাতি
নারীজাতি
নারীজাত সবল সদা, নহে দূর্বল-ভীরু
তাহারাই প্রাণশক্তি,তাহা হতেই জগৎ শুরু,
ঘরে-বাহিরে তাহারা সদা রহে কর্মরত,
দায়িত্বশীল রহে তাহারা না হয়ে বিরত,
মনের কোণে কষ্ট রেখেও মুখে রেখে হাসি,
করে যায় নিজ কর্ম লুকিয়ে কষ্টরাশি,
সেই কষ্টের খোঁজ নিয়ে কি দেখে কেউ কভু,
হাজার পীড়া জমিয়ে রাখে জানে শুধুমাত্র প্রভু,
যে মনুষ্য করে থাকে নারীজাতের অপমান,
সেই নর হয় নরকের স্থুল কীটের সমান,
দিয়াছে নারীকে পবিত্রতা স্বয়ং বিধাতায়,
তাইতো সেই নারীজাতি মানুষ হয়েও দেবীর সমতায়।
