নারী তুমি প্রণাম নাও
নারী তুমি প্রণাম নাও
নারী তুমি বেচারী না
নারী তুমি সাহসী
নারী তুমি শুধুই রুপসী না
নারী তুমি ও মেধাবী
নারী তুমি শুধুই গৃৃৃৃহিণী না
নারী তুমি শ্রেষ্ঠ সম্রাজ্ঞী
নারী তুমি শুধুই চপলা নও
নারী তুমি চরিত্রবান
নারী তুমি ই মাতা রুপে প্রেম
নারী তুমিই চন্ডী রুপে ক্রোধ
নারী গো তুমি কত রুপে
নারী গো তুমি কত গুনে বিভূষিতা
ঘরে বাহিরে কত কিছু সামলাও
এত যন্ত্রণা কেমন করে সহ্য করে নাও
আজ তুমি আমাারও প্রণাম নাও
