নারী রে নারী
নারী রে নারী


ও নারী, প্রেমটা কী তোর আসে না?
তুই কি তবে কেঠো কেঠো? কেউ কি ভালোবাসে না?
তোর তো দেখি প্রেমের বাজার টলোমলো,
বিয়ের বাজার? তাও তো নয় ঝলোমলো!
তোর হাড্ডি-মাসের নেই কোনও দাম...
তবে চাহিদা বিরাট পুরাতে কাম!
চল্ না, এবার বাঁচার মতো বাঁচবি,
সুযোগ বুঝে ব্ল্যাক উইডো স্পাইডার তুই সাজবি!
পাওনা-দেনা-হিসেব-নিকেশ সব পিছনে ফেলে,
বারুদ ঠাসা নারী রে তুই ওঠ না এবার জ্বলে!
তোর ঠোঁটের স্পর্শ যখন হত্যাকারী,
মানসপটে তখন তোর স্মৃতির মিনাকারী।
হোলোই নাহয় তোর ছোঁয়ায় হঠকারী,
মরার কালে অতীত আলে নকশি কাঁথার ফুলকারী...
আঁকুক তারা, হোক দেখনদারি।
জীবনকালে তোর মূল্য যারা চায় নি দিতে,
দোকানদারি সামাল দিয়ে সামিল হতে হতে,
চিতায় জ্বলে ওঠার আগে তারাই কাটুক ফিতে।
ও নারী, নারী রে তোর সম্বর্ধনার ভারে ভারী সর্বহারা,
পাতালপ্রবেশ করুক তারা।
ও নারী, তোর থাকবে না আর তাড়া,
রসেবশে মজে বসে উপভোগটা ছাড়া।