না পাওয়া
না পাওয়া
যে আলো আমার জ্বালিয়েছিল
সে আনলো অন্ধকার,
রুদ্ধ ঘরের কোণে বসে আমি
স্বপ্ন দেখি যে তার।
পাওয়ার আশা তো আর করিনা কখনও,
না পাওয়ার স্বাদ পাই-
স্মৃতিটুকু তার বুকে ধরে রাখি
উদাস দুপুরে তাই!
যে আলো আমার জ্বালিয়েছিল
সে আনলো অন্ধকার,
রুদ্ধ ঘরের কোণে বসে আমি
স্বপ্ন দেখি যে তার।
পাওয়ার আশা তো আর করিনা কখনও,
না পাওয়ার স্বাদ পাই-
স্মৃতিটুকু তার বুকে ধরে রাখি
উদাস দুপুরে তাই!