জীবিত - মৃত
জীবিত - মৃত
এ তো নতুন জায়গা
কাউকেই খুব একটা চিনি না
যদি রাতে ভয় পাই?
কাকে আর ডাকবো?
একা আমি - যেন কেউ নাই,
ঘর ভর্তি মানুষের মাঝেও - একা।
এ অন্ধকার শব্দ করে থেকে থেকে,
আমি চিৎকার করে বলি,
কে - কে ওখানে?
কোন সাড়া পাইনা।
আমাকে মানিয়ে নিতে হবে,
ওরা যা বলবে শুনে নিতে হবে,
ওদের কথা মতো সবটা
বুঝে নিতে হবে,
বুঝতে হবে স্বার্থগন্ডীর বাইরে কেউ নেই,
ওরা এক হাত বাড়াবে সাহায্যর,
অন্য হাতে আমার
বাঁচার অধিকার কেড়ে নেবে।
আমি এই নিঃশব্দ রাত্রিতে
একা জেগে থাকি - শব্দ শুনি -
নিজেই নিজের খেয়াল রাখি,
হাঁটতে গিয়ে পরে গেলে
নিজেই উঠে দাঁড়াই।
মাঝে মাঝে মনে হয়
আমি হয়তো জীবিত নই,
আবার, ওদের মতে
আমি তো মৃতও নই!
