মৃত নক্ষত্রের মতো
মৃত নক্ষত্রের মতো
মৃত নক্ষত্রের মতো নিভে গেছে আলো
তবুও তার স্মৃতি ভাসে গ্যালাক্সির কক্ষে।
সহস্র বর্ষ পেরিয়ে সে যে তাকিয়ে রয়
শূন্যতা ঘিরে তারই নিঃশব্দ অশ্রুবিন্দু হয়।
একদিন সে জ্বলেছিল দীপ্ত আশায়
অনন্ত গগনে কাঁপিয়ে দিয়েছিল প্রাণের ভাষায়।
প্রেমের মতোই ছিল সে—দূর অথচ নিকট,
সময়ে পুড়ে নিঃশেষ—যেন এক বিষণ্ণ নাটক।
তার পাশে ঘোরে গ্রহ, স্মৃতির মিছিল,
তারা জানে না সে মৃত তবুও রাখে বিনম্র শীল।
এভাবে আমরাও ভালোবাসি—মৃত সম্পর্ক
যেখানে আলো নেই তবুও হৃদয়ে রাখি উন্মুক্ত দৃষ্টিপথ।
তোমার চোখে ছিল যেই তারা-প্রভা
সেসব আজ মৃত তবুও আমার হৃদয়ে তা ভালোবাসা ভাবা।
মৃত নক্ষত্রের মতো প্রেম—আলোহীন অথচ অমর
সময় গেলে হারায় না বরং চিরকাল ঘুরে ফেরে অন্তর।।
