Debarpon Chakroborty
Drama Tragedy Fantasy
তোমার মনে
তোমার প্রানে
তোমার বুকে
আমি।
তোমার চোখে
তোমার মুখে
তোমার কাছে
স্বামী ।
মনের মানুষ
ভাই-বোন
কালের চাকা ঘোরার তালে... কালের চাকা ঘোরার তালে...
তার হাতের পাতায় শিউলির হলুদ বোঁটা ভাঙা, কানের পাশে আলতো গোঁজা সাদা কাশের ফুল তার হাতের পাতায় শিউলির হলুদ বোঁটা ভাঙা, কানের পাশে আলতো গোঁজা সাদা কাশের ফুল
পয়সা নিয়ে ফিরলে ঘরে জুটবে রুটি পাতে ... পয়সা নিয়ে ফিরলে ঘরে জুটবে রুটি পাতে ...
তোমার স্বপন আমার দুচোখ ভরিয়ে দিয়ে যায়, এসো সবাই সময় পেলে আমার খোয়াব গাঁয় তোমার স্বপন আমার দুচোখ ভরিয়ে দিয়ে যায়, এসো সবাই সময় পেলে আমার খোয়াব গাঁয়
"আত্মসমর্পন করি প্রকৃতিরই বুকে।" Shetayi je ekmatro jaega nijeke sonpe dewar... "আত্মসমর্পন করি প্রকৃতিরই বুকে।" Shetayi je ekmatro jaega nijeke sonpe dewar.....
এক ফালি সন্ধায় এক ফালি ভোরের বাসি ফুলে । এক ফালি সন্ধায় এক ফালি ভোরের বাসি ফুলে ।
জরাজীর্ণ ছাতা নিয়ে কাজের মাসির কাজে যাওয়া জরাজীর্ণ ছাতা নিয়ে কাজের মাসির কাজে যাওয়া
সুপ্রভাত তাকে, যে প্রেমিক/প্রেমিকার মুখে শুভ রাত্রি শুনবে বলে,একটা ফোনের অপেক্ষায় কাটিয়ে ... সুপ্রভাত তাকে, যে প্রেমিক/প্রেমিকার মুখে শুভ রাত্রি শুনবে বলে,একটা ফোনের ...
শহরটা আজও ভোরেরবেলা জাগে, শিশির ছুঁয়ে হেঁটে যায় যখন সুর ওঠে ভৈরব রাগে ৷ শহরটা আজও ভোরেরবেলা জাগে, শিশির ছুঁয়ে হেঁটে যায় যখন সুর ওঠে ভৈরব রাগে ৷
এখন আমার মা থাকেনা আমার কবিতায় বাস করেনা এখন আমার মা থাকেনা আমার কবিতায় বাস করেনা
তুমি ঘরের আলোগুলো একটু কম করো বড্ড চোখে লাগছে । তুমি ঘরের আলোগুলো একটু কম করো বড্ড চোখে লাগছে ।
বদলের হাত ধরে বদলে দেখেছি বদলায়না কিছু বদলের হাত ধরে বদলে দেখেছি বদলায়না কিছু
দুঃখগুলো উপড়ে নিয়ে সুখগুলোকে আগলে রাখিস দুঃখগুলো উপড়ে নিয়ে সুখগুলোকে আগলে রাখিস
বন্ধু মানে দিঘির পাড়ে কুলের গাছের নিচে বন্ধু মানে দল বেঁধে সব হঠাৎ কোন বিচে। বন্ধু মানে দিঘির পাড়ে কুলের গাছের নিচে বন্ধু মানে দল বেঁধে সব হঠাৎ কোন বিচে।
আমার গালের ভাবনা মুছে রাখিস একটা সূর্য বেছে , অনুসারী হয়ে তোর পিছে বন্ধু তোকে চাই । আমার গালের ভাবনা মুছে রাখিস একটা সূর্য বেছে , অনুসারী হয়ে তোর পিছে বন্...
তুমি যুদ্ধ দেখোনি দেখোনি ধ্বংস হয়ে যাওয়া সভ্যতাকে তুমি যুদ্ধ দেখোনি দেখোনি ধ্বংস হয়ে যাওয়া সভ্যতাকে
আমায় যদি জনসমুদ্র ভাসিয়ে নিয়ে যায়, হারিয়ে যাই পাছে; সবার মাঝারে! আমায় যদি জনসমুদ্র ভাসিয়ে নিয়ে যায়, হারিয়ে যাই পাছে; সবার মাঝারে!
রাস্তার ধারে সব মুখরোচক,ফুচকা খাওয়া চাই। বাস হোক বা মেট্রো ,যাতায়াতে ট্রাম ধরেও যাই। রাস্তার ধারে সব মুখরোচক,ফুচকা খাওয়া চাই। বাস হোক বা মেট্রো ,যাতায়াতে ট্রাম ...
আমার শহরে আমিই অচেনা অচেনা নিজের কাছে আমার শহরে আমিই অচেনা অচেনা নিজের কাছে
মিটিং মিছিল শহর জুড়ে ট্রাফিকে আটক নাভিশ্বাস, দৈন্যতাকে খিল্লি করে নগ্ন প্রেমের আসন লাভ। মিটিং মিছিল শহর জুড়ে ট্রাফিকে আটক নাভিশ্বাস, দৈন্যতাকে খিল্লি করে নগ্ন ...