Debarpon Chakroborty
Drama Tragedy Fantasy
তোমার মনে
তোমার প্রানে
তোমার বুকে
আমি।
তোমার চোখে
তোমার মুখে
তোমার কাছে
সা্মী।
মনের মানুষ
ভাই-বোন
একবার আমার ব্যাগে তুমি খুশি ভরে রাখো একবার আমার ব্যাগে তুমি খুশি ভরে রাখো
কিমবা যদি হতাম আমি সেই 'চাঁদের পাহাড়' এর শংকর কিমবা যদি হতাম আমি সেই 'চাঁদের পাহাড়' এর শংকর
আমাদের ছোটবেলার এক অখন্ডনিয় অংশ, নাম ইস্কুল আমাদের ছোটবেলার এক অখন্ডনিয় অংশ, নাম ইস্কুল
ফেরার সময়ের ঠিক থাকেনা, কখনো বিকেলে কখনো বা সন্ধ্যায়। ফেরার সময়ের ঠিক থাকেনা, কখনো বিকেলে কখনো বা সন্ধ্যায়।
থানার নেতা আইলো,পরাণ বলে ইন্দিরা আবাসে ঘর পাইবেক। থানার নেতা আইলো,পরাণ বলে ইন্দিরা আবাসে ঘর পাইবেক।
তাদের পরিচয় দিতে গেলে, 'ভদ্র'-লোকের গলার স্বর নেমে যায় তাদের পরিচয় দিতে গেলে, 'ভদ্র'-লোকের গলার স্বর নেমে যায়
মাঝে মাঝে মনে হয় মা কি এই জন্যেই নিজের জীবনটা বিসর্জন করে দিল... মাঝে মাঝে মনে হয় মা কি এই জন্যেই নিজের জীবনটা বিসর্জন করে দিল...
তোর আবিরের রঙে আমি একটুও মিশে নেই। তোর আবিরের রঙে আমি একটুও মিশে নেই।
এইসব ক্যাটালিস্টের প্রয়োজন ফুরোলেই আসলে আমরা ভীষণ ভালোবাসি একে অপরকে এইসব ক্যাটালিস্টের প্রয়োজন ফুরোলেই আসলে আমরা ভীষণ ভালোবাসি একে অপরকে
মা এর থেকে শাখা পলা কিনতে ফিটন গাড়ী চেপে... মা এর থেকে শাখা পলা কিনতে ফিটন গাড়ী চেপে...
পেয়েছি পুত্র পরিচয় পেয়েছি পুত্র পরিচয়
মেয়েকে নিয়ে অনিমেষ তাই এসেছেন মেঘালয়ে মেয়েকে নিয়ে অনিমেষ তাই এসেছেন মেঘালয়ে
-তবে এক সত্যি সৈনিক হবার ইচ্ছে ছিল, কিন্তু সাহস কোথায়? -তবে এক সত্যি সৈনিক হবার ইচ্ছে ছিল, কিন্তু সাহস কোথায়?
ষড়জ পঞ্চমে যদি বেজে ওঠে রোদনসংরাগ ষড়জ পঞ্চমে যদি বেজে ওঠে রোদনসংরাগ
Asadharan ekta lekha, na porlei miss... "স্যালুট তাদের শয়ে শয়ে যারা দু'বেলা জীবন বাজি রাখে, এ... Asadharan ekta lekha, na porlei miss... "স্যালুট তাদের শয়ে শয়ে যারা দু'বেলা ...
বেশ্যা-পল্লীর ঘর-আঙিনায় প্রেমের বাসর বসে প্রতিক্ষণে বেশ্যা-পল্লীর ঘর-আঙিনায় প্রেমের বাসর বসে প্রতিক্ষণে
কোন্ প্রেমিক, কোন্ পথিক কাহারও লাগি প্রহর গুনিতেছে। কোন্ প্রেমিক, কোন্ পথিক কাহারও লাগি প্রহর গুনিতেছে।
বলিদান হয়েছিল শুধু আমার আর আমার কবিতার। বলিদান হয়েছিল শুধু আমার আর আমার কবিতার।
প্রথম বার তুমি যখন স্কুলে দিয়ে এলে...কেঁদে বাড়িই চলে এসেছিলাম প্রথম বার তুমি যখন স্কুলে দিয়ে এলে...কেঁদে বাড়িই চলে এসেছিলাম
.. প্রেমিক তুমি নিঃস্ব হওয়ার ক্ষমতা রাখো ? .. প্রেমিক তুমি নিঃস্ব হওয়ার ক্ষমতা রাখো ?