STORYMIRROR

Bidyut chakraborty

Romance Fantasy Others

3  

Bidyut chakraborty

Romance Fantasy Others

::মনের অবস্থা::

::মনের অবস্থা::

1 min
342

যে দিনই প্রথম দেখিছি তোমায়

বেজে উঠেছে সুর হৃদয় বীণায়

মুখের ভাষায় পারিনি তা বলতে।

চোখের ভাষায় বুঝিয়েছি কতবার

পেরেছ কি সে কথার কোনো মানে বুঝতে?

তোমার হৃদয়েও যদি সে সুর ওঠে বাজি

তখন পারবে চোখের সে ভাষার অর্থ করতে।

কারণ চোখই পারে মনের ভাষা পড়তে ।

আমার মনের ক‍্যানভাসেতে শুধুই তোমার ছবি।

তোমার খেয়াল করেছে আমায় অখ্যাত এক কবি।

শয়নে স্বপনে নিদ্রা ও জাগরণে

আমার সমস্তটাই তুমি

তুমি বিনা আমি এখন মণিহারা ফণী।

কত বিনিদ্র রাত কেটে যায়

তোমার কথা ভেবে

আপন মনেই হেসে উঠি

তোমার সঙ্গ লাভে।

হাসছ?ভাবছ পাগল হলাম নাকি?

তোমার হাসি মুখ দেখার জন‍্য

পাগল হতেও রাজি।

প্রেম রোগেতে ধরেছে আমায়

খাওয়া ঘুম গেছে উড়ে।

অন্ধকারে একলা ঘরে 

তোমার ছবি আঁকি।

সেই রোগেতে যদি ধরেছে তোমায় প্রিয়া

এসো,তবে হিয়াতে বাঁধি হিয়া


Rate this content
Log in

Similar bengali poem from Romance