STORYMIRROR

Subrata Sarkar

Fantasy Romance

3  

Subrata Sarkar

Fantasy Romance

মনামী তোমাকে

মনামী তোমাকে

1 min
19.2K


এখনো হাসো , এখনো কর দাবি ?


খেলাচ্ছলে সমস্তদিন তোমার কথা ভাবি

বাবুইগুলো উড়ছে আজো তোমার জানলাতে !

দু এক পালক আজো কি রাখে, নাভির কাছটাতে ?


এখনো হাসো কাঁপনরাঙা ! এখনো বাসো

ভালো !

কেমন করে আঁচলে ঢাকো দিন-ফুরনো আলো ?


নদীর মতো বইছে শাড়ি তোমার ঘাটে ঘাটে ।


বয়স কিছু বাড়লো বুঝি ?

তোমার চৌকাঠে

রং মাখালাম উড়ো চিঠির , ফসল-পাকা মাঠের।


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar bengali poem from Fantasy