হ্যাপ্পি ন্যু ইয়ার কা গানা
হ্যাপ্পি ন্যু ইয়ার কা গানা
যাবনা ! যাব যদি আমাকে পায় নদি , ভাসিয়ে নিতে চায় উজাড় দুইকুল
এ পাশে ফিরলেই আগুনে যদি পুড়ি , ওপারে করজোড়ে সাজিয়ে জুঁইফুল
ডাকলে সারাবেলা সকল হেলাফেলা , শীতের চুরি যাওয়া রোদের আছিলায়
ছদ্ম অভিমানে এমন গানে গানে , বলব তোমাকেই, আমারো স্নান পায় ।
এ স্নান বয়ে যেতে আগামী ফাল্গুনে , শুকনো খাতে এলে বন্যা পারাপার
আমার কি ক্ষমতা এড়াই মিশে যাওয়া ? --- তরল হতে বাকি বাঁচেনি কিছু আর ।
বিগত বৈশাখে পাখিরা ডেকেছিল , জ্যৈষ্ঠে বিঁধেছিল মদন সৃত বান
আষাঢ় ভারী হয়ে এসেছে সমারোহে , শ্রাবণ মল্লারে বাজালো দেহ গান
ভাদ্রে মন্থর হয়েছে চলাচল , দুধেলা আশ্বিনে উদাস ছিল র
াত
সঙ্গী কার্তিকে গিয়েছে আনবাড়ি , তাবৎ অঘ্রাণে বালিশে ধারাপাত
পৌষে স্মৃতিগুলো কুয়াশা হয়ে এল , বুঝলে ছায়াখেলা, এবার শেষ হোক
সামনে মাঘ ডাকে, তুমি কি নদি হবে ? --- বালিতে ছুড়ে দিয়ে পাথর নুড়ি শোক ।
ফাগুন আসে দ্যাখো , আগুন জ্বেলে কারা , বিদায়ী সূর্যকে আলো দেখায়
ছাপিয়ে মরা খাত প্রবাহ অনুপল , রাত্রি অবসানে তাকেই চায় ।
এমন চাওয়াগুলো থাকছে বলে আজো , অ্যালার্ম বাজা ভোরে দিন আসে
কামনা রাত্রির বাতিল হয়ে যায় , শিশির ঝরে পড়ে মরা ঘাসে ।
মরুক গতকাল আসুক গাঢ় লাল , তুমিও বল তাকে , ওয়েলকাম
ধরনী প্রতিবার প্রসব করে আলো , --- আমরা ব্যথা হই, মধ্যযাম !!