মেঘের বৃষ্টি
মেঘের বৃষ্টি
আকাশ নাকি মেঘলা করেছে
ধূসর হয়েছে রং
মেঘেরা নাকি ভাগ বসিয়েছে
চাঁদের আস্তানাতে।
শূন্য হৃদয় নিস্তব্ধে আজই
বিদ্রোহ জানাতে ভোলে,
প্রকৃতির মাঝে বিলীন হয়ে
হারানো ইচ্ছে গুলোকে খোঁজে।
সন্ধান তার নাইবা পেল
অন্ধকার এই ঘরে!!
মেঘের বৃষ্টি হঠাৎ করে
আপন হয়ে যে ওঠে।
অজানা অনুভূতি বড্ড বেহায়া
সঙ্গ দেয় না কখনোই,
নির্লজ্জতা দেখো স্থান পেয়েছে
ভিজে বুক পকেটের কাছে।
ঠোঁটগুলো আজ সিক্ত হয়েছে
শুষ্কতা কেটেছে খুব,
বারিধারা সিঞ্চন তৃষ্ণা মেটায়
বুক ভরা নিঃশ্বাসে।
নির্যাসটা খুব স্নিগ্ধ, শুভ্র
শুধুই কি তা বৃষ্টিভেজা সোঁদা মাটির!!
নাকি মিশে আছে সেথা,
ব্যর্থতা মুছে এগিয়ে যাওয়ার স্বপ্ন।
~ জীবন কুসুম 🌷
