STORYMIRROR

AHARSHI PANDIT

Inspirational Children

2  

AHARSHI PANDIT

Inspirational Children

মাতৃভূমি

মাতৃভূমি

1 min
165

বসবাস করলে মাতৃতুল্য দেশের কোলে,

সবাই যে যার কষ্ট ভোলে।

করতে গিয়ে দেশকে মুক্ত,

কত দিয়েছে প্রাণ,ঝরিয়েছে রক্ত।

যখন সবাই নিজের দেশের সুনাম শোনে ,

বুকটা তাদের গর্বে ভরে। 

মাতৃভূমির মতো স্নেহ,

কোথাও গিয়ে পায়নি কেহ। 

যেকোনো দেশ,গরিব বা ধনী,

ছোট হোক বা বড়। 

সবার কাছে আপন দেশ,

সবচেয়ে বেশি প্রিয়। 


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational