মাতৃভূমি
মাতৃভূমি
বসবাস করলে মাতৃতুল্য দেশের কোলে,
সবাই যে যার কষ্ট ভোলে।
করতে গিয়ে দেশকে মুক্ত,
কত দিয়েছে প্রাণ,ঝরিয়েছে রক্ত।
যখন সবাই নিজের দেশের সুনাম শোনে ,
বুকটা তাদের গর্বে ভরে।
মাতৃভূমির মতো স্নেহ,
কোথাও গিয়ে পায়নি কেহ।
যেকোনো দেশ,গরিব বা ধনী,
ছোট হোক বা বড়।
সবার কাছে আপন দেশ,
সবচেয়ে বেশি প্রিয়।
