STORYMIRROR

AHARSHI PANDIT

Abstract Others

3  

AHARSHI PANDIT

Abstract Others

সিঁড়ি

সিঁড়ি

1 min
193


আমরা সিঁড়ি 

তোমরা আমাদের মাঁড়িয়ে 

প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও 

তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে 

তোমাদের পদধূলিধন্য আমাদের বুক

 পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন 


তোমরা তা জানো, 

তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত ,

ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে 

আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে 

তোমাদের অত্যাচারী পদধ্বনি। 



তবু আমরা জানি,

চিরকাল আর পৃথিবীর কাছে 

আর চাপা থাকবে না 

আমাদের দেহে তোমাদের পদাঘাত। 

আর সম্রাট হুমায়ূনের মতো 

তোমাদের ও হতে পারে পদস্খলন।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract