লুকোচুরি
লুকোচুরি


শীতের অলস দুপুর, আর বিকেলটা মনমরা...
মনের অলিগলি বেয়ে উঠে আসে 'ওরা'- স্মৃতিগুলো মায়াবী মুখোশ পরে থাকেচলন্ত শহরের বুকে অতীত জেগে ওঠে-
কবিতাগুলো জাগছে,
অপটু হাতের অনভ্যাস আর ক্লান্ত অবসর,
মিথ্যে সম্পর্ক ভাঙছে, উঠছে ঝড়,
দিনের শেষে প্রবাস সেরে ঘরে ফেরার পালা,
নিজের সাথে ঐ স্মৃতিগুলোর,
চলতে থাকে নিরন্তর লুকোচুরি খেলা।