লগডাউন
লগডাউন


একটা নতুন দিনের শুরু মনটা উড়ুউড়ু
সোমবার এলো পিছনে দাঁড়িয়ে মঙ্গল ,বুধ,বৃহস্পতি - ছোট ছোট
চাওয়া পাওয়ার, হিসাব মেলা না মেলার
দীর্ঘ পথ পেরিয়ে, ছুটির আমেজ পিঠে নিয়ে
অবশেষে আসে শুক্র।
বহু আকাঙ্খিত শনির পিছনে আসে রবি।
যেন মনে হয় দ্রুত বড্ড দ্রুত এসেই চলে যায়।
আর কত কাজ বাকি রয়ে যায়।
কিন্তু এখন শুধুই ছুটি তাও ঘরের ভিতর না করা কাজ গুলো না করা অবস্থায় পরে আছে।
ছুটির মেজাজ হারিয়ে গেছে
লক ডাউনে একুশদিনের অনিশ্চয়তায়
মাথায় যেন কারফিউ লেগেছ।