লাল গোলাপ
লাল গোলাপ
লাল গোলাপে ভরা মেঘের আকাশ, ভালোবাসার রং, এই জীবনের সবচেয়ে সুন্দর লাশ।
তার পাতাগুলি এক একটি কানাকানি, আমাদের ভালোবাসার গল্প লুকিয়ে রেখে সুরকানি।
এই লাল গোলাপে আমাদের প্রেম গুছানো, সাথে থাকা, সময় কাটানো, স্মৃতি সৃজন করানো।
জীবনের সব দুঃখে, সব মৃত্যুর আগে, এই গোলাপের ভালোবাসা সব সময় জীবনে থাকুক, সম্মান্য সাথে।
ভালোবাসা লাল গোলাপের মতো, সুন্দর এবং সার্থক, আমরা এটি প্রতিদিন বাড়িয়ে নেই, আমাদের প্রেমের অমূল্য মুদ্রার সাথে যোগ করে।

