কথাটা আমার শোন, হয়তো এটাই শেষ কথা...
কথাটা আমার শোন, হয়তো এটাই শেষ কথা...


সবার জন্য বলছি আজ
কোনো দিনও ভুলিবনা যা করেছি কাজ,
হয়তো নিজের জন্য, হয়তো বা তোমার জন্য।
কখনো ভাবিনি যে বলিতে হবে মনের কথা ,
এমন সুরন,এমন কণ্ঠে, তোমাদে্র জন্য।
শুধু শুনে যাও কথা টুকু আমার , থামিয়ে দিও না আজ,
হয়তো এটাই শেষ, হয়তো বা এটাই হবে শেষ কাজ।
মনের কষ্ট, সবই বলিতে চাই তোমাদের, যদি একটু শুনতে,
যদি একটু শুনতে এই প্রানির কথা, এই প্রানের কথা।
মন খুলে বলতে গেলেও দেখা যায় ভাবছো তুমি অন্য কিছু,
ভাবছো তুমি জগতের কথা, ভাবছো তুমি নিজের কথা।
"হায়! আমার কপাল । "
চাইছি শুধু একটু সময়, চাইছি তোমার যত্ন টুকু,
দিয়ে যাও নিরদিধায় , এই অসহায় মানুষ্টাকে।
শুধু একটি বার শোনো , শোনো এই কথা......।