কথার কথা
কথার কথা
কথা ছিলো দূরত্ব রাখার ,
কথা ছিলো বাঁধবো নাকো
বাহুডোরে আর ।
যদিও কথা ছিলো,
ভাগ করে নেব
অনুভূতি সবই নিমেষেই,
ভালোবাসাবাসি স্বপ্ন যা কিছু বাকি।
কথা ছিলো খুঁজতে যাবো না,
সুখ কোন আর ,
জন্মান্তরে ।
আজ বেলা শেষে
হিসাব মেলাতে বসে
দেখি ,
বে-হিসেবী মনে
দিয়েছিলে যত কথা
সে যে ছিলো
কেবলই "কথার কথা"।

