খোকা মা
খোকা মা


মা সত্যি একটা শব্দ নয় যেন একটি প্রাণ
তার নাই যে কোনো পরিত্রান
কারো জন্য মা, কারো জন্য mother, আবার কারো জন্য আম্মিযান,
তার জন্য যে কতো আহ্বান।
সন্তান ৯ মাশ ৯ দিন থাকে মায়ের গর্ভে
মায়ের ভালোবাসা তার সন্তানের প্রতি সকলের উর্ধে।
ছোট্ট শিশুটা কিন্তু জন্মের পর থেকে মায়ের কোলে
মায়ের স্নেহের আঙিনায় সে নির্ভয়ে দোলে।
সে ছোট্ট শিশুটি এখন মায়ের আদরের খোকা
সে খোকা ধীরে ধীরে বড়ো হয়
মা বলেন খোকা ফিরে আয়
খোকা বলে কোথায় আসবো মা
সে তোমার আঙিনায়।
সে খোকা এখন দায়িত্ববান ছেলে
সে চাকরি করতে বিদেশে যায়
মা যে ঘরের চৌকোঠে বসে থাকেন খোকার আশায়
কিন্তু খোকার যে আজও কোনো দেখা নায়।
অনেক দিন পর পাড়ার ডাক বাবু খোকার এক চিঠি নিয়ে আসেন
মা সে চিঠি পায়
সেই চিঠিতে খোকা বলে মা
অফিসে আজও কোনো ছুটি নাই।
দিন যায় রাত্রি যায় মা যে বসে থাকেন এখনো খোকার আশায়একদিন আরেকটি চিঠি আসে খোকার
খোকা বলে মা বিয়ে করছি তোমার আশীর্বাদ চাই।
খোকা বিদেশে বাড়ি করে, করে অন্য আরেকটা সংসার,
মায়ের কথা ভুলতে থাকে সে সংসারের ব্যস্ততায়,
দিনের শেষে সে রাত্রিটাই আসে
খোকার চিন্তায় যে মা নিঃসহায়।
কিন্তু সময় মতো ঘড়ির কাটা বদলায় একদিন
সে এক চিঠি একদিন খোকা পায়সেই চিঠিতে মা বলেন খোকা আমি আমার শেষ জল তোর হাত থেকে পেতে চাই।
এই চিঠি পেয়ে খোকা ফিরে আসে দেশে
এসে দেখে চোখে তুলসী মা খাটে চির শয্যায়,
এখনো কি খোকারা তাদের মায়ের সাথে এরকম হোক এটাই চায়?
মাকে অবহেলা করা যে কত বড় পাঁপ,
খোকা এখন বুঝতে পায়
মায়ের কোলে ঘুমোনোর জন্য
খোকা এখনো কেঁদে যায়
খোকা এখনো কেঁদে যায়।
মায়ের স্নেহ পায় না সবায় যারা পায় ওরা ভাগ্যবান,
কোনোদিন ঋন সোদ করতে পারবোনা আমরা
আমাদের জন্য দেওয়া মায়ের সেই সব বলিদান।
যে শরীরের ২০৬ খানা হাড়ের বেথা সহ্য করে আমাদের জন্য দেয় সে হয় মা,
যে নিজে খিদে পেটে থেকে আমাদের খিদে মেটায়সে হয় মা,
যে নিজের স্বপ্ন কে পেছনে ফেলে রেখে আমাদের স্বপ্নে বেঁচে থাকে সে হয় মাআজও আমরা একটু ও দিধাঁ বোধ করি না,
মাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দিয়ে আসতযেখানে না খেতে পারে ভালো মুরি বা চা।
যে মায়েরা তাদের ছেলে মেয়েদের পাঠায় সিমান্তে দিতে ভারত মায়ের জন্য নিজের প্রাণ
সে মায়েদের আমার থেকে কোটি কোটি পরিনাম এবং শ্রদ্ধা ভরা সেলাম।
বর্তমানে অনেক ছেলে মেয়েরা আছে যারা নিজের "বহুমূল্য" কাজের জন্য নিজের মাকে একটা ফোন করার সময় পায় নআরে গিয়ে এখনি একটা ফোনে করে নাও সময় থাকতেকারণ তোমাদের ছেড়ে তোমাদের মাও ভাত খেতে চায় না।আসলে সত্যি কথা বলতে
সময়ের দাম সেই দিতে পারে
যে সময় কে কদর করতে যানে
সময় ফুড়িয়ে যাওয়ার আগে জড়িয়ে ধরো গিয়ে তুমি তোমার যে মা এবং মায়ের ভালোবাসা কে মানেযে মা এবং মায়ের ভালোবাসা কে মানে।
আমাদের মা বাবারা আমাদের জন্য খুব কষ্ট করে
চাইনি কোনোদিনও কোনো বাড়ি গাড়িএখনো কি আমরা আমাদের মা বাবাকে ওদের
যোগ্য স্থান দিতে পারি?