কেমন আছো শিমুল?
কেমন আছো শিমুল?
কেমন আছো শিমুল?
বেঁচে থাকায় মূল।
একটু বসে কথা বলি?
জায়গা তো নেই খালি।
তুমি বদলে গেছো বেশ!
নিজের হাতেই করলে তুমি শেষ।
সব দোষ কি আমার ছিল একা?
নিজকে প্রশ্ন করো কে দিয়েছে ধোকা।
যদি ভুল গুলো শুধরে নিতে চাই?
আজ উঠি হাতে সময় নাই।
এতো কিসের তাড়া?
দেরি হলে হবে আত্মহারা।
ওহ্ বিয়ে করেছো তবে?
জীবন থেমে থাকে কবে।
তোমার বউ বুঝি অনেক সুন্দরী?
হৃদয় তার আকাশ সম ভারী।
বউকে বুঝি ভালোবাসো খুব?
অতীত ভুলে পাচ্ছি অনেক সুখ।
সত্যি কি সব ভুলে গেলে প্রিয়?
ভুলতে পারাই শ্রেয়।

