ফেসবুক
ফেসবুক
ফেসবুকের কারণে ছাত্র-ছাত্রীর,
পড়াশোনায় নেই মনোযোগ।
সমাজের সকল ব্যধির মধ্যে,
এটি একটি কঠিন রোগ।
ক্ষুধার তাড়নায় দুধের শিশু,
চিৎকার করে মরে।
মা যে তাহার ফেসবুক নেশায়,
মত্ত হয়ে আছে পড়ে।
ফেসবুক বড়ো আজব নেশা,
সময়কে করছে নষ্ট।
ফেসবুক এর কারণে বহু মানুষ,
হয়ে যাচ্ছে পথভ্রষ্ট।
