মুক্ত করে দিলাম
মুক্ত করে দিলাম
মুক্ত করে দিলাম তোরে,
যেতে পারিস অনেক দূরে,
ভালবাসি এই কথাটি,
বলবো না আর তোরে....
সুখে যদি থাকিস তুই,
আসিস না আর ফিরে....
না পাওয়ার সুখ খুজে নিব
কষ্টের ভিড়ে
নারী তুমি সর্বনাশী
বাঁজাও কেন বিষের বাঁশি
ছলনার ছলে তুমি
লাখ মানুষের গলায়
পরিয়ে দাও ফাঁসি।

