কবিতা
কবিতা


বনিতা,
আমিও আবার
আঁকব তোমার ছবি
শহর জুড়ে কবিতার মরশুমে,
পড়ন্ত আলোয় তোমার অনুভূতির রোদ্দুরে;
অযান্ত্রিক শহরে নিঃশব্দে শব্দ হারাবে কাব্যেরা।
হৃদয়ের নীরব আশকারাতে বয়ে চলে বাক্যেরা,
আবেগঘন সোহাগী অনুরাগে হৃদয় জুড়ে
গোধূলি নেশার টান শীতঘুমে,
আমিই তোমার কবি,
তুমিই আমার
কবিতা।