পবিত্র বন্ধন
পবিত্র বন্ধন


আজ যেমন পূর্ণিমা
চাঁদটি যেন গোল।
মা গো মা,এখন তো শ্রাবণ মাস,
রাখী পূর্ণিমার দিন।
থাকতো যদি বোন দিতো আমায় রাখী
মনে হয় যেন রূপকথার জাদুকাঠি।
ভাই বোনের ভালোবাসায় থাকুক দিনটি সাক্ষী,
বোনের হাতে সাত রঙের রাখী
ভাইয়ের হাতে পরিয়ে দিতে চিরবন্ধন রাখি।
ভাইয়ের শপথ বোনকে আমি অমঙ্গলের হাত থেকে রক্ষা করে রাখি
দরিদ্র ভাইয়ের গৃহেও আজ পবিত্র বন্ধন সাক্ষী রাখী।
রবীঠাকুর কোথা থেকে পেলে তুমি এ মন্ত্রের রাখী।