লকডাউন জীবন
লকডাউন জীবন


পৃথিবী জুড়ে এক অজানা মহামারী
তাকে দেখেনি কখনো এই আদমসুমারি।
সবাই আছে মুখোশের আড়ালে
সবাই আছে ভয়ে।
ঘরের ভিতর সবাই আজ
দেশজুড়ে লকডাউন জারি।
এই রোগ আসছে ধেয়ে একজন থেকে একজন মারি
সময় যাচ্ছে যত, তত হচ্ছে ক্ষত।
দারিদ্রতা বাড়ছে তত
নেই হাজিরা - কামাই
নেই হাতে টাকা -পয়সা
আছি বসে ঘরে
খাবো কি করে।
ভোরের রাতে নিরব আকাশ
দিন হতেই চিন্তার অবকাশ।
ব্যাকুল হলে কূল পাবোনা
তা শুধু বাঁচার কল্পনা।