কবিতা :- প্রেম
কবিতা :- প্রেম
নিরেট কোন বুদ্ধিমত্তার জোরে,
স্বপ্নদর্শী রাত কুহেলির , আদিমতম প্রেম।
যে প্রেমের মাঝে ছিল প্রস্তুর যুগের সূচনা,
অবসান, যুগ পরিবর্তনের মত ,প্রাকৃতিক ঘটনাদের সাক্ষী।
আকাশচুম্বি ছোঁয়ার সুদৃঢ় ইচ্ছারা,
কালক্রমে রচনা করেছিল , প্রেম বিষয়ক দোঁহা
দোঁহাদের উড়িয়ে দিলে, তার গিয়ে পড়ত
কোন এলোকেশী বালিকার , আটপৌরে শাড়ির ভাঁজে।
প্রেম যেন চিরন্তন, চিরশ্যামল,
কাল্পনিক চরিত্র থেকে , উপন্যাসের পাতা থেকে
বোধশক্তির জাগরণে মানব মস্তিকের ,
এক যোগ্যতম সহধর্মিণীর মত
নারী মূর্তির উপর প্রভাব বিস্তার করে চলছে , সদূর অতীত থেকে।

