কবিতা নারীর মন
কবিতা নারীর মন
০১
নারীর সহজ সরল মন
ভুলিতে কতক্ষণ?
গলিলে মমের পূর্বেই গলে !
না গলিলে ,
পাথর গলে তবুও তাদের গলা দায়!
প্রকৃত প্রেম না জন্মিলে
এমনিই হয়!
০২
নারীর সহজ সরল মন
বড় নিষ্পাপ! বড় প্রেমোময়!
কখনো আবেগঘন আবেদনময়ী
কখনো অশনি সংকেত
আঁধার ঈক্ষষণে জ্যোতি।
অবশেষের বাণী ,
যত রহস্য ঘেরা থাকুক ঐ মনে
স্বর্গ - নরকের দ্বার প্রান্তে
জয় করিবার অভিলাষ
নারীর মনে।

