জমজমাটি পুজো ~ শরৎকাল
জমজমাটি পুজো ~ শরৎকাল


ঢাকের কাঠি জমজমাটি, নাচবো হেলেদুলে
কুমোর পাড়ায় লাগলো রং, মাঠ সেজেছে কাশফুলে ||
আলোর খেলা ঝিকিমিকি, আরতো কটা দিন
ফুচকা মোমো আলুকাবলি , মনটা নাচে তাধিন তাধিন ||
বছর পরে ঘুরেফিরে , মা আসছে দোলায় দুলে
নতুন সাজে জাঁক-জমক , জমুক স্মৃতি সেলফি তুলে ||
জীবন ছিলো এলোমেলো,অনেক হট্টগোল
অসুর বধের হোলো সময়, বল রে সব হরিবোল ||