যুদ্ধের দামামা # SeedhiBaat
যুদ্ধের দামামা # SeedhiBaat


" সাজছে ট্যাঙ্ক হেলিকপ্টার, বাজছে যুদ্ধের দামামা ,
ঘরের কোনে আশঙ্কিত মনে, বসে আছে কোনো এক বাবা-মা
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ চাই বলছে দেশের জনগণ ,
জানিস কি আজ তোদের জন্যই এদেশে শত্রুর আগমন
যুদ্ধ ক্ষেত্রে হার জিতের চেয়ে, অনেক গুরুত্ব বেশি -
যুদ্ধ হলে হারবে মানুষ, হোক সে দেশি বা বিদেশী
ভাবছে মানুষ যুদ্ধ বুঝি জেতা যায় টুইটার ফেসবুকে ,
হ্যাসট্যাগ আর দেয়াল লিখন, যুদ্ধ জিতবে উজবুকে !
যুদ্ধ কামান, গোলা বারুদে যুদ্ধের আয়োজন
মানুষ নাকি সভ্য তবে যুদ্ধের কি বা প্রয়োজন ?
আজকে ডানে কালকে বামে মুহর্তে অন্য দল
আহাম্মক কেউকেটারা সোজাসাপটা বল
যুদ্ধ চায় কি লড়ছে যারা রণক্ষেত্রে অনর্গল?
যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যুদ্ধ করে করবি কি তা বল !! "