জলের ছলাকলা
জলের ছলাকলা
জল ধরেছি,বিল ধরেছি
টান দিয়েছি গানে।
ছন্দ গুলো মেঘ করেছি
খেই মেলেছি গানে।
পরান যা চায়,চক্ষু লুকায়
হৃদয় বলে বাড়ে।
কবিতা সব জল করেছি
তুরাগ নদীর ধারে।
মেঘ যে আমায় ভেংচি কাটে
কাটায়, কাটুক বেলা
উদাস হয়ে দেখি শুধু
জলের ছলাকলা।
