জীবনসঙ্গী
জীবনসঙ্গী
প্রিয় জীবনসঙ্গী, তুমি আমার প্রেমের স্বপ্ন, সব দুঃখ-সুখে আমরা একসাথে আঁকছি প্রত্যেক ছবি।
তোমার হাসি আমার জীবনের শরদ, সব ক্ষণে তোমার সাথে আমি শুধু মধুর স্মৃতি ধরছি জর্দ।
যখন বৃষ্টি পড়ে মনের ভেতর, তুমি আমাকে সুরক্ষা দান করো, আমার প্রিয় পর্যায়।
জীবনের সফরে তোমার সঙ্গে হতে চাই, তোমার কাছে আমি সর্বদা থাকতে চাই নাই।
আমার জীবনে তুমি একটি আশ্রয়, তোমার বিনোদনে মন সুখে প্রবৃদ্ধ।
তুমি আমার জীবনের সেরা অধ্যায়, সব দিনে তোমার সাথে কাটাতে চাই।
আমাদের প্রেম সবসময় উজ্জ্বল হোক, তুমি আমার সব স্বপ্ন সাকার করো প্রাণের বাতাসের মতো।
জীবনে তোমার সঙ্গে আমি সুখে মুখে, তোমার অসীম ভালোবাসা আমি পুরোটাই পেতে চাই সব সময়ে।

