ঝড়ের রাতে
ঝড়ের রাতে


তোমায় ছোঁব ঠিক করেছি ভীষণ জ্বরে
শরীরে আমার তাপ বাড়ছে মেঘের সুরে
ছায়া তোমার কখন যে খুব ঘন হবে?
অনাদরে মাধবীলতার পাপড়ি ঝরে।
ভীষণ জ্বরে ঠোঁট পুড়ছে-শীতল করো
সরিয়ে সকল বাঁধা আমায় তুমি শুদ্ধ করো
ছায়ার মত জড়িয়ে থাকি বাহু তোমার,
নীরব ঝড়ে তোমাকেই খুঁজি বার বার।
কাঁচের মত ভীষণ রকম ভাঙ্গছি দেখো
মোমের মত জ্বলছি আর গলছি আজো
বৃষ্টি ভেজা রাতেও তুমি কেমন করে...
নিজের ঘরে বর্ষা আটকে রাখো?
কথার সুখেই কান্না আসে
রাতের তারা কিনতে চেয়ে...
চলছি সমান্তরাল তোমার পাশে,দেখো
ফুরিয়ে যাচ্ছে একটু করে নদীর দেশের মেয়ে।