জানি দেখা হবে
জানি দেখা হবে
সুপ্ত রোদের সাড়া মেখে চুপ রূপোর কাঠি
দালান বাড়ির চৌকাঠ মেপে রাখে,
শেষ ট্রামেরই বাতিল টিকিট উড়ছে বিকেলবেলায়
জীবনের রোদ মেঘের আড়ালে মাথা ঢাকে।
ক্লান্ত দুপুরে নীরব গানের কলি
ধারাবাহিকতা বজায় রাখুক ফুরিয়ে যাওয়ার,
আজও তবুও তোমায় বলা হয়নি
আঁচলের ভাঁজে চেয়েছিল রাত তোমায় কাছে পাওয়ার।
ফিরে আসবার গল্প থাকবে কিনা
ঘুমের টানে সে স্বপ্ন গিয়েছি ভুলে,
বহুদিন তাই তোমাকে জানানো হয়না
মন পড়ে আছে মনখারাপির স্কুলে।
ইচ্ছের ফানুস পৌঁছে যাবে তোমার কাছে
নদী যেমন সাগরের দিকে বয়ে যায়,
আলো আলো রঙ, মেঘলা আকাশ থাকুক
অনামি সেই বাসস্টপেজে দেখা হবে পৌনে ছটায়।
