বিদীর্ণা
বিদীর্ণা
মোমকাগজে বাঁধা আছে সুর রাত্রিদিন
আমার গল্প সত্যিই কথা বলে,
গোপন গানে ভাবনাদেরই অধিক ভিড়
মুখোশ প্রস্তুত আঁখিজোড়ার আড়ালে।
সীমাহীন কোনো বিষাদিনী তটিনী যেন
মিশে যেতে চায় দুর্বার পারাবারে,
প্রশ্নে ছায়া হোক না জর্জরিত
শান্ত রাত নেমেছে অশ্রুর চারিধারে।
অবিরত কোনো স্মৃতির জোনাকি
মেখেছে তার আদর মাখানো ঘুম,
দূরের বাসনা একাকিনী বসে ঠোঁটের কিনারে
অপেক্ষা ঘেরা স্বপ্নে রাত নিঝুম।
আলোর গন্ধের পেয়েছি সাড়া কল্পনাতে
আকাশ যখন দুহাত বাড়িয়ে চেয়েছে ছুটি,
বিকেলের ঢেউ কেড়েছে মনের পূর্ণতা
নিভৃতে পড়ে দাবার চালের শেষ গুটি।
সরষে ফুলের পাপড়ি নেড়ে আবার
ডাক দিল কোন অভাগী বিনোদিনী,
বাঁশের ধামায় সাজাই পুণ্য ঘট
প্রাণনাথের কাল্পনিক আগমনী।

