STORYMIRROR

Ayan Hossain

Romance

4.5  

Ayan Hossain

Romance

ইতি তোমার অয়ন

ইতি তোমার অয়ন

1 min
632


বছর ছয় হলো, বদলে গেছি আমি,

বদলেছে সবকিছু, বদলে গেছো তুমি।

চলে গেছো তুমি, দুঃখের স্মৃতি গুলো এখন ফিকে,

তবু মনে পরে তোমায়, যখনি চোখ পড়ে আমার ফোন টার দিকে। 


আজ হয়তো বদলেছে ঠিকানাটা তোমার মনের,

হয়তো বদলেও ফেলেছো নম্বর ফোন এর।

এই একলা ঘর, নীল রং এখন সঙ্গী আমার,

আমার মতো কি ভালোবাসা পাও তার কাছ থেকে, সঙ্গ পাও তার।


আমিও চেষ্টা করেছি অনেকবার করতে ফোন,

কেটে যাচ্ছিলো কল, কিন্তু মানতে চাইছিলো না মন।

ভেবেছিলাম ধরবে ফোনটা

, শুনবে কথা আমার,

কিন্তু ব্যর্থ আমি, ব্যর্থ প্রচেষ্টা আমার।


এখন মনে হয় ভাল্লাগেনা তোমার, আমার ঘামের গন্ধ,

তুমি চলে গেছো, আমি একা আছি তবু লাগছে না মন্দ।

যতই ভাবি তুমি আর আমি, যতই ভাবি অভিন্ন।

সব শেষে দেখি ব্যর্থ প্রেম, সবই যেন হয় শূন্য।


আশা করছি ভালো আছো, ভালো থাকো চায়,

জীবনটা হয়ে গেছে ধোঁয়াময়, বেঁচে থাকাটা হয়েছে দায়।

মারিজুয়ানা আর মদের নেশায় আচ্ছন্ন আমি,

ভালোই আছি, যদিও নাই বা হতে পারলাম তোমার আমি।।

-ইতি তোমার অয়ন


Rate this content
Log in

Similar bengali poem from Romance