ডাইরি
ডাইরি


কবিতার ডাইরিটা শেষ হলো,
শেষ হলো বললেও ভুল,
যদিও বা প্রেমের সম্পর্কটা এখন স্মৃতি,
খুঁজে পাচ্ছিনা না আমার গল্পের কোনো কূল।
অসমাপ্ত, ছিন্নভিন্ন সব, ধূসর সেসব স্মৃতি,
এখন শুধু শুন্যতা, কোথায় এখন প্রেম পিরিতি।
সেই খোলা চুল, যার ছায়ায় বেড়ে উঠছিলো,আমাদের প্রেমের কুঁড়ি।
আশা করেছিলাম সম্পর্কটা টিকবে অন্তত বছর উনিশ কুড়ি।
ভেবেছিলাম উড়বো একসাথে, কিন্তু এখন তুমি পর,
আমি একা শুধু পড়ে আছি, পড়ে আছে আমার একলা ঘর।
সব কিছু তো ঠিকই ছিল, জানি না কেন হলে পর,
ভুলে গেলে কি সেসব স্মৃতি, সেই সোনালী মুহূর্ত, সেই সুভাষ সরোবর।
সেই তোমার ওই সরোধনি, করতো আমায় মুগ্ধ,
যেই সোনা সেই শুরু হয়ে যেত মনের মধ্যে যুদ্ধ।
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি, হয়তো এটাই সত্য,
ঠিক য
েমন আমি তোমায় ভালোবাসি, এটাও সত্য।
আজ তুমি নেই, তবুও তোমার চোখের মায়া ভুলতে পারিনি আমি,
আমার কাছে তোমার হাঁসি এখনো সবচেয়ে দামি।
এখনো সেই স্কুল এর বেঞ্চ এর নাম গুলো কি আছে,
যদিও সেগুলো এখন আর মোটেও না সাজে।
আমার দাওয়া চিঠিগুলো কি পুড়িয়ে দিয়েছো সব,
এখন সেসব কাগজ গুলো ছাই, সব হয়েছে নীরব।
তোমার দাওয়া গিফট গুলো আমি যদিও পারিনি ভাঙতে,
ক্ষমা করে দিও, স্মৃতি গুলো পারছি না মুছে ফেলতে।
যদিও সেই বৃষ্টির বিকেল, আমরা ভিজেছিলাম অনেক্ষন,
তার চেয়ে অনেক বেশি কাঁদছি এখন বিলক্ষণ।
ডাইরিটা আজ পূর্ণ শুধু আমার ভালোবাসার নিবেদনে,
না দুঃখ, না রাগ, আমি খুশি তোমার বিনোদনের।
হয়তো এই দিনে তুমি আলোকিত অন্যের আলোকে,
আমি নাহয় অন্ধকারে খুশি, এই ডাইরি, দোয়াত আর পালকে।